গ্রুপপর্বে তানজিমসহ শীর্ষ ৫ উইকেটশিকারী

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৪, ১৫:০২
শেয়ার :
গ্রুপপর্বে তানজিমসহ শীর্ষ ৫ উইকেটশিকারী

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই অংশগ্রহণ করেছে সবচেয়ে বেশি ২০ দল। ২ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে এতদিন চলেছে গ্রুপপর্ব। বাংলাদেশ সময় আজ সকালে ওয়েস্ট ইন্জিজ ও আফগানিস্তানের মধ্যকার লড়াই দিয়ে শেষ হয়েছে প্রথম রাউন্ড। কাল থেকে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার এইটের ম্যাচে মাঠে নামবে দলগুলো। 

টুর্নামেন্টটির নবম এই আসর অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ভেন্যগুলোতে। যদিও যুক্তরাষ্ট্রে শুধু গ্রুপপর্বে খেলারই সূচি ছিল। সুপার এইট ও সেমিফাইনাল-ফাইনাল হবে ক্যারিবিয়ান অঞ্চলগুলোর ভেন্যুতেই। 

এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে দাপট দেখিয়েছেন বোলাররা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে। পিচের আচরণ ছিল অনভিপ্রেত। যার কারণে ভুগতে হয়েছে ব্যাটারদের। তাইতো অল্প রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতেছে অনেকগুলো দল। 

গ্রুপপর্বে বল হাতে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে নিষ্প্রভ থাকলেও প্রথম ৩ ম্যাচেই তুলে নিয়েছেন ১২ উইকেট। এর মধ্যে এক ম্যাচেই ৯ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। ওভারপ্রতি রান দেওয়ায়ও বেশ কৃপণ ছিলেন ফারুকি (৫.৫৮)। 

এবারই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তবে দুর্ভাগ্যজনকভাবে গ্রুপপর্বের গেড়ো এবার কাটাতে পারেনি তার দল। যদিও আপন আলোয় উজ্জ্বল ছিলেন বোল্ট। ৪ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। তবে তার দেখার মতো দিক ছিল ইকোনমি। ওভারপ্রতি মাত্র ৩.৬৮ হারে রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনও ব্যাটারদের ভেলকি দেখিয়েছেন। ৪ ম্যাচে হাত ঘুরিয়ে তিনিও বোল্টের মতো ৯ উইকেট নিয়েছেন। শীর্ষ পাঁচজনের মধ্যে একমাত্র আকিলই স্পিনার। সেরা পাঁচে থাকা অন্য দুই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এনরিখ নোর্কিয়া ও বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবের উইকেটসংখ্যাও ৯টি। 

৪ ম্যাচে মোট ১৬ ওভার বল করে ৭০ রান দিয়েছেন নোর্কিয়া। অর্থাৎ, ওভারপ্রতি ৪.৩৭ হারে রান দিয়েছেন তিনি। আর ৪ ম্যাচে ১৫ ওভার বল করা তানজিম রান দিয়েছেন ওভারপ্রতি ৪.৮০ হারে। গতকালই নেপালের বিপক্ষে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট তার সেরা বোলিং।