পাকিস্তান দল নিয়ে ‘বোমা ফাটালেন’ হেড কোচ কারস্টেন
সবশেষ টি-বিশ্বকাপের রানার্স আপ হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে গিয়েছিল পাকিস্তান। তবে সেমিফাইনাল-ফাইনাল তো দূরের কথা, গ্রুপপর্বই পার করতে পারেননি বাবর আজমরা। পাকিস্তানের এমন হতাশাজনক হারের পর দলকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন আগেই দলটির দায়িত্ব নেওয়া গ্যারি কারস্টেন।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী কারস্টেন বলেছেন, ‘পাকিস্তান দলে কোনো ঐক্য নেই। তারা এটিকে দল বলে কিন্তু এটা আসলে দল না। তারা একে অপরকে সমর্থন করছে না, প্রত্যেকেই ডানে-বামে আলাদা। আমি অনেক দলের হয়ে কাজ করেছি কিন্তু এমন অবস্থা কোথাও দেখিনি।
জিও সুপার টিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেসের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কারস্টেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার বলেছেন, দক্ষতার দিক দিয়ে পাকিস্তানের এই দলটি অনেক পিছিয়ে।
ভারতের কাছে পাকিস্তানের হার দুর্বল সিদ্ধান্তের কারণে হয়েছে বলেও মনে করেন কারস্টেন। সেই ম্যাচে ভারতকে ১১৯ রানেই আটকে রেখেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়েই ৭২ রান তুলে ফেলে দলটি। তবে শেষ পর্যন্ত দেখতে হয় ৬ রানের।
কারস্টেন সেই হার নিয়ে বলেন, ‘হতাশাজনক হার, এটা নিশ্চিত... আমি জানতাম ১২০ সহজ লক্ষ্য হতে যাচ্ছে না। ...ম্যাচে ছয় বা সাত ওভার বাকি থাকতে (পাকিস্তানের রান) ২ উইকেটে ৭২ ছিল। সেটি করতে না পারা হতাশাজনক। আমরা নিজেদেরকে যেখানে নিয়ে এসেছিলাম সেখান থেকে লক্ষ্য অতিক্রম করতে না পারা হতাশাজনক।