টি টোয়েন্টি বিশ্বকাপ /

সাকিব ও শরিফুলকে নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

মাইদুল আলম বাবু
১৮ জুন ২০২৪, ১৩:৩৯
শেয়ার :
সাকিব ও শরিফুলকে নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শরিফুল ইসলাম দলের মূল বাঁ-হাতি পেসার। তিনি ভারতের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে আঙুলে চোট পান। ছয়টি সেলাইও লেগেছে। ফলে তানজমি হাসান সাকিব তার জায়গায় দলে আসেন। আর এসেই বাজিমাত। নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সাত রানে চান উইকেট শিকারও করেন। চার ওভার বল করে আবার ২১টি বল ডট করেন তিনি। বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট এখন মধুর সমস্যায় পড়েছে। শরিফুলকে নেবে, না আগের একাদশই থাকবে!

বাংলাদেশ বিশ্বকাপের সুপার এইটে খেলবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের সঙ্গে। ২১ জুন ভোর ৬টা ৩০ মিনিটে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ। এই মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও নামিবিয়া। বৃষ্টির জন্য ১০ ওভারের খেলা ছিল। ইংল্যান্ড ১২২ রান তোলে। তার আগে এই মাঠে ওমানের সঙ্গে ইংল্যান্ড খেলেছে। ওমান ৪৭ রানে অলআউট হয়। ১৯ বলে জেতে ইংল্যান্ড। বেশ স্পোর্টিং উইকেট বোঝাই যাচ্ছে।

বাংলাদেশের টপ অর্ডার ভাল করছে না। কিন্তু বোলাররা বাংলাদেশকে সুপার এইটে এনেছে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব অবিশ্বাস্য বোলিং করছে। বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট পরিবর্তন আনবে কিনা ভাববে। তবে সচরাচর যেমনটা হয়ে যে উইনিং কম্বিনেশন কোনো দল ভাঙতে চাইবে না। যদি কোনো চোট সমস্যা না হয়। তাসকিন আহমেদ চোট থেকে সেরে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলেছেন। আর অন্য কোনো সমস্যা না থাকলে নেপালের একাদশই অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা যেতে পারে।

শরিফুল বাংলাদেশকে ভাল সার্ভিস দিচ্ছে সম্প্রতি সময়ে। ৪১টি টি টেয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আর উইকেট সেখানে ৪৬টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুল ৫ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন। অবশ্য ৫ ম্যাচের চারটি মিরপুরে ও একটি দুবাইয়ে।