উইন্ডিজের রেকর্ড গড়া জয়ে পুরানের ২ রানের আক্ষেপ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান। গ্রুপপর্বে এই দুই দলের মধ্যকার শেষ ম্যাচ তাই ছিল শুধুই নিয়মরক্ষার। ম্যাচে আফগানিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের সুপার এইটের জন্য ঝালিয়ে নিল ক্যারিবিয়ানরা। তবে এই ম্যাচে ২ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ রয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরানের।
সেন্ট লুসিয়ায় এদিন প্রথমে ব্যাট করে নিকোলাস পুরানের ৯৮ রানে ভর করে ২১৮ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান। জবাব দিতে নেমে ১১৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান।
২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইনফর্ম ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। যদিও আরেক ওপেনার ইব্রাহিম জাদরান (২৮ বলে ৩৮) দারুণ শুরু করেছিলেন। তবে আর কোনো ব্যাটার সেভাবে বড় রান করতে ব্যর্থ হওয়ায় ১১৪ রানে থামে আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ছড়ি ঘরিয়েছেন স্পিনার আকিল হোসেন ও পেসার ওবেড ম্যাককয়। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন আকিল। ৩ ওভারে ম্যাককয়ের শিকার ১৪ রান খরচায় ৩ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে ঝড় বইয়ে দেন আফগান বোলারদের ওপর। টুর্নামেন্টে ভয়ঙ্কর হয়ে ওঠা ফজলহক ফারুকিকে নির্বিষ করে দেন পুরান-জনসন চার্লসরা। ৯৮ রান করতে পুরান খেলেছেন ৫৩ বল। ৬টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৮টি। এর মাধ্যমে ছক্কার একটি রেকর্ডও হয়ে গেছে পুরানের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কা এখন পুরানের (১২৮)। তিনি ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলকে। ১২৪ ছক্কা নিয়ে টি-টোয়েন্টি ছেড়েছিলেন গেইল।
পুরান ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন চার্লস, শেই হোপ ও রোভম্যান পাওয়েল। ২৭ বলে ৪৩ রান করেছেন চার্লস। আর হোপ ১৭ বলে ২৫ এবং অধিনায়ক পাওয়েল ১৫ বলে খেলেছেন ২৬ রানের ইনিংস।