ইউরো ২০২৪ /

বেলিংহ্যামের গোলে ইংল্যান্ডের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৪, ০৬:৫২
শেয়ার :
বেলিংহ্যামের গোলে ইংল্যান্ডের শুভসূচনা

ইউরোর শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই এবার জার্মানিতে পা দিয়েছে শক্তিশালী ইংল্যান্ড। সেই যাত্রায় শুরুটা ভালোই হয়েছে তাদের। ম্যাচটি প্রত্যাশা অনুযায়ী না হলেও সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে ইংলিশরা। একমাত্র গোল এসেছে তরুণ জুড বেলিংহ্যামের হেড থেকে। 

রবিবার রাতে সার্বিয়ার বিপক্ষে বেলিংহ্যাম গোল পেলেও বাকি সময়ে ছিলেন নিষ্প্রভ। ম্যানচেস্টার সিটির হয়ে দাপুটে ফুটবল খেলা ফিল ফোডেনও প্রতিপক্ষের রক্ষণে ছড়াতে পারেননি আতঙ্ক। দলটির ফরোয়ার্ড হ্যারি কেইন গোলের সুযোগ পেয়েও সার্বিয়ার গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। 

ম্যাচের ১৩ মিনিটে আর্সেনালে খেলা ফুটবলার বুকায়ো সাকার ক্রসে হেড থেকে গোল দেন বেলিংহ্যাম। এরপর আর প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি ইংলিশরা। বরং দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল সার্বিয়ার সামনে। তবে ডুসান ভ্লাহোভিচের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। 

এদিকে, দিনের অন্য ম্যাচে শক্তিশালী ডেনমার্ককে ১-১ গোলে রুখে দিয়েছে স্লোভেনিয়া। এই ম্যাচে নায়ক হতে পারতেন ৩ বছর আগে এই ইউরোর মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়া ক্রিস্টিয়ান এরিকসেন। দীর্ঘদিন পর মাঠে ফিরেই ১৭তম মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধ এই ব্যবধানে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে ডেনমার্ক। ৭৭ মিনিটে স্লোভেনিয়াকে সমতায় ফেরান এরিক ইয়ানজা। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।