পঞ্চাশ পার করতেই নেই ৬ উইকেট, কঠিন বিপদে বাংলাদেশ
গ্রুপপর্বে নেপালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও শুরুর দিকে ব্যাটিংয়ের ব্যর্থতার ধারা বদলাল না। প্রথম দুই ওভারে দুই উইকেট হারানো টাইগাররা পঞ্চাশ পার করতেই হারিয়ে বসেছে ৫ উইকেট। তাতে এক শ’র আগে অলআউট হওয়ার শঙ্কা পেয়ে বসেছে বাংলাদেশকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৬ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান। উইকেটে জাকের আলীর সঙ্গে এখন তানজিম হাসান সাকিব।
জিতলেই সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট, এমন সমীকরণ নিয়ে নেপালের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেন্ট ভিন্টসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। তবে শুরুটা একদমই ভালো করতে পারেনি টাইগাররা।
ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন তানজিদ হাসান তামিম। সোমপাল কামির করা বলে কট এন্ড বল হন তিনি। একই ওভারে আউট দেওয়া হয়েছিল লিটন দাসকেও। তবে রিভিও নিয়ে বাঁচেন তিনি। তবে পরের ওভারে আরও এক উইকেট হারায় বাংলাদেশ। দিপেন্দ্র সিং আইরির বলে সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাওয়ার প্লের মধ্যে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ২১ রানে লিটন দাসকে (১০) হারানোর পর ৩০ রানের মাথায় ফেরেন ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয়ও (৯)। এরপর সাকিবের সঙ্গে ভালোই ব্যাট করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ভুল বোঝাবুঝিতে মাহমুদউল্লাহ রানআউট হয়ে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৫২ রানের মাথায় ১৩ রান করে আউট হন মাহমুদউল্লাহ। ১২তম ওভারের চতুর্থ বলে ফেরেন সাকিবও (১৭)। রোহিত পউডেলের বলে দলীয় ৬১ রানে আউট হন তিনি।
দুই দলই নেমেছে আজ অপরিবর্তিত একাদশ নিয়ে। আগেই সুপার এইটে ওঠার লড়াইয়ে বিদায় নিয়েছে নেপাল। তবে টুর্নামেন্টের শেষ ম্যাচ জিতে ফিরতে চায় তারা। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রানের হার তাদের আরও উজ্জীবিত করেছে।
অন্যদিকে, বাংলাদেশের জন্য এই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। জিতলে কোনো সমীকরণ ছাড়াই উঠে যাবে সুপার এইটে। তবে হারলে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস-শ্রীলংকার দিকে। শ্রীলংকা টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সম্ভাবনা থেকে গেছে নেদারল্যান্ডসের। যদিও রান রেট আবার কথা বলছে বাংলাদেশের হয়ে।