সুপার এইটের ৭ দল চূড়ান্ত, শেষ দল কি বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৪, ১২:২১
শেয়ার :
সুপার এইটের ৭ দল চূড়ান্ত, শেষ দল কি বাংলাদেশ?

২০টি দল নিয়ে এবারই সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখছে বিশ্ব। ২ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে যত সময় গড়াচ্ছে, ততই শিরোপার লড়াইয়ে কমে আসছে দল। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ১১ দলের। ৭ দল নিশ্চিত করেছে সুপার এইট। শেষ দল হিসেবে সুপার এইটের লড়াইয়ে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। 

বাংলাদেশ সময় আজ ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের হারে সুপার এইট নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। এর আগে, সেরা আট নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া (পরে ইংল্যান্ড), ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান এবং ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা (এই গ্রুপেই বাংলাদেশ)। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশ তাদের শেষ ম্যাচে লড়বে নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আর্নস ভেল গ্রাউন্ডে সন্দীপ লামিচানে-রোহিত পউডেলদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রানে হারলেও তাদের কাঁপিয়ে দিয়েছিল নেপাল। বাংলাদেশ তাদের তুলনায় শক্তিশালী হলেও কাজটি একেবারে সহজ হবে না। 

নেপালের বিপক্ষে জিততে পারলে কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটে পৌঁছে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে আগামীকালই বাংলাদেশের ম্যাচের ঘণ্টাখানেক পরে ম্যাচ শুরু করতে যাওয়া নেদারল্যান্ডসের কিছুই করার থাকবে না। তবে বাংলাদেশ হারলে শান্তদের চেয়ে থাকতে হবে নেদারল্যান্ডস-শ্রীলংকা ম্যাচের দিকে। 

ডাচদের বিপক্ষে লংকানরা জিতলে, নেপালের বিপক্ষে হারলেও সমস্যা নেই বাংলাদেশের। তাতেও মেলাতে হবে না রানরেটের হিসাব। তবে বাংলাদেশ নেপালের কাছে হারলে আর শ্রীলংকাকে নেদারল্যান্ডস হারালেই কষতে হবে রানরেটের অংক। কারণ, ৩ ম্যাচে ২ জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৪। সমান ম্যাচে একটি জয় পাওয়া ডাচদের পয়েন্ট ২। 

তবে রানরেটে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ। ডাচদের চেয়ে টাইগাররা এক্ষেত্রে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে। বাংলাদেশের রান রেট +০.৪৭৮, আর ডাচদের -০.৪০৮। সেক্ষেত্রে বাংলাদেশ হারলে আর নেদারল্যান্ডস জিতলেও সম্ভাবনা বেশি বাংলাদেশেরই।