ভারত-কানাডার গুরুত্বহীন ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪, ২১:৫০
শেয়ার :
ভারত-কানাডার গুরুত্বহীন ম্যাচ পরিত্যক্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পরই নির্ধারিত হয়ে যায় ‘এ’ গ্রুপের ভাগ্য। আগেই সুপার এইট নিশ্চিত করা ভারতের সঙ্গে উঠে যায় যুক্তরাষ্ট্র, বাদ পড়ে পাকিস্তান। 

ভারত ও কানাডার আজকের গ্রুপপর্বের ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্রের লডারহিলে ম্যাচটি আজ বাংলাদেশ সময় সাড়ে আটটায় মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে। তাকে একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে ভারত ও কানাডা। 

‘এ’ গ্রুপে আজই ছিল ভারত ও কানাডার শেষ ম্যাচ। আগের ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট আদায় করেছিল ভারত। তার মানে, ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই গ্রুপর্ব শেষ করল দলটি। আর এক জয় ও আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করল কানাডা। আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। সবগুলো ম্যাচ খেলে ৫ পয়েন্ট পাওয়া যুক্তরাষ্ট্র দুইয়ে। তিন ম্যাচ থেকে ২ ও ১ পয়েন্ট চার ও পাঁচ নম্বরে যথাক্রমে পাকিস্তান ও আয়ারল্যান্ড। এই গ্রুপে এখনো পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচ বাকি।