বাংলাদেশের ম্যাচের সময় ভারতে ২১ কোটি টাকাসহ ১০ জুয়ারি গ্রেপ্তার
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে চলছিল কোটি কোটি টাকার বাজি। ঘটনা জানতে পেরে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের সময় সেখানে হানা দেয় পুলিশ। এ সময় বাজেয়াপ্ত করা হয় ১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ কোটি টাকা। পরে গ্রেপ্তার করা হয় মূলহোতাসহ ১০ অভিযুক্তকে।
ঘটনাটি ভারতের মধ্য প্রদেশের উজ্জেইনে ঘটেছে। পুলিশ জানিয়েছে, সাতটি দেশের ডলার, দিরহাম এবং পাউন্ডের মতো মুদ্রা বাজিতে ব্যবহৃত হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তের নাম পিযুষ চোপড়া। অন্য অপরাধীরা পাঞ্জাব, রাজস্থান ও মধ্য প্রদেশের।
স্থানীয় পুলিশের ইন্সপেক্টর জেনারেল কুমার সিং বলেন, ‘তারা (অভিযুক্তরা) নীলগঙ্গা থানার আওতাধীন ড্রিমস কলোনিতে চোপড়ার বাড়ি থেকে বাজির কার্যক্রম চালাত। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচ ঘিরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। সেসময় ১৪ কোটি ৫৮ লক্ষ রুপি নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে অনেক বিদেশি মুদ্রা ও অনেক বিলাসী দ্রব্য আছে।’
মধ্য প্রদেশের পুলিশ পলাতক অন্য আসামিদের ধরতে সাহায্য করার জন্য অন্যান্য রাজ্যে তথ্য পাঠিয়েছে। প্রধান অভিযুক্ত ছাড়াও চিহ্নিত অন্যরা হলেন, জাসপ্রিত সিং, রোহিত সিং, গুরপ্রীত সিং, ময়ুর জৈন, সতপ্রিত সিং, আকাশ মাসিহি, চেতন নেগি, হরিশ তেলি এবং গৌরব জৈন।