দ. আফ্রিকাকে ১১৫ রানে থামাল নেপাল

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪, ০৭:৩৫
শেয়ার :
দ. আফ্রিকাকে ১১৫ রানে থামাল নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও সুপার এইটের স্বপ্ন দেখা নেপাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ বোলিং করেছে। আসরের ৩১তম ম্যাচে প্রথমে ব্যাট করা প্রোটিয়াদের মাত্র ১১৫ রানে আটকে দিয়েছেন এইরে-ভ্রুটেলরা।

আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় ভোরে খেলতে নামে তারা। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করা এইডেন মার্করামরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি করতে পারেনি।

ব্যাটিংয়ে নেমে কুশাল ভ্রুটেল ও দিপেন্দর সিং এইরের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করা দ.আফ্রিকা। সর্বোচ্চ ৪৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ওপেনার রেজা হেনড্রিক্স। এছাড়া ট্রিস্টান স্টাবস ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

নেপাল বোলারদের মধ্যে ভ্রুটেল ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। এইরে ২১ রানের বিনিময়ে পান ৩টি উইকেট।