ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

মো. জিল্লুল হাকিম, রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
১৫ জুন ২০২৪, ০০:০০
শেয়ার :
ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, গত ঈদের মতো এবারও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। যেভাবে মানুষ ভোগান্তি ছাড়া বাড়ি ফিরছে, আবার ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এভাবেই কর্মস্থলে ফিরবে। শুক্রবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দে জেলা পরিষদের ডাকবাংলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী। 

মন্ত্রী বলেন, কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছি। স্টেশন থেকে ৩০টি ট্রেন সময় মতো ছেড়ে গেছে। এবার ট্রেন শুধু মানুষ পৌঁছে দিচ্ছে না, ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে ঢাকার হাটগুলোতে যাচ্ছে। আমরা রেল সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। মানুষ তাদের কাক্সিক্ষত সেবা পাচ্ছে।

জিল্লুল হাকিম আরও বলেন, গোয়ালন্দে চলাচলকারী যেসব ট্রেন বন্ধ রয়েছে, তা অচিরেই চালুর ব্যবস্থা করা হবে। আমরা ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনার ব্যবস্থা করছি। প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে হবে। এর জন্য আমরা কাজ করছি। সব বন্ধ লাইন চালু হয়েছে, নতুন নতুন লাইন চালু হচ্ছে।

পরে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন রেলমন্ত্রী।