নাসিমের কারণেই ক্রিকেটে আগ্রহ এই জনপ্রিয় অভিনেত্রীর
পাকিস্তানের বিখ্যাত চলচ্চিত্র তারকা কুবরা খান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৩০ লক্ষেরও বেশি অনুসারী তার। বাংলাদেশ থেকেও অনেকেই তাকে অনুসরণ করেন। সম্প্রতি ক্রিকেট নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। যেখানে উঠে এসেছে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর নাম।
সম্প্রতি জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুবরা জানিয়েছেন, ক্রিকেট তার প্রিয় কোনো খেলা নয়। এমনকি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও নেই তার বিশেষ কোনো অনুভূতি। তবে নাসিমের কারণেই খেলা দেখার অনুপ্রেরণা পান বলে জানিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।
কুবরা বলেন, ‘নাসিম আমাদের ক্রিকেট দলের সেরা খেলোয়াড় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে, তা প্রশংসনীয়।’ তবে ভালো পারফরম্যান্স সত্ত্বেও দলের এই প্রতিভাবান তারকারা যে সমালোচনার শিকার হচ্ছেন, এতে দুঃখ পেয়েছেন কুবরা।
---কুবরা খান। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, নাসিমের সঙ্গে অভিনয় জগতের কোনো তারকার নাম জড়ানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে, ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলাও ২১ বছর বয়সী নাসিমের ভক্ত হওয়ার কথা স্বীকার করেছেন। ২০২২ এশিয়া কাপ চলাকালে নাসিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জনও উঠেছিল।
এই সপ্তাহের শুরুতে ভারতের আরেক অভিনেত্রী সোনম বাজওয়াও জানিয়েছেন, ২১ বছরের নাসিমের ভক্ত বনে তিনি। নাসিমকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল শেয়ার করেছেন সোনম।