পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার এইটে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। টস জিতে প্রথমে বোলিং করে পাপুয়া নিউগিনিকে ৯৫ রানে অলআউট করে দিয়েছে নাভিন-রশিদরা। জবাবে ১৫.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
ত্রিনিদাদ ও টোবাকোতে টস জিতে প্রথমে বোলিং নিয়ে পাপুয়া নিউগিনিকে চাপে ফেলে আফগান বোলাররা। শুরু থেকেই উইকেট তুলতে থাকে ফারুকি-নবীরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই উইকেট তুলে নেন ফারুকি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পিএনজি। পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ রান এসেছে কিপলিন ডোরিগার ব্যাট থেকে। দুই চারে ৩২ বলে ২৭ রান করেন তিনি। এদিকে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন।
আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ফজলহক ফারুকি। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট পেয়েছেন এই পেসার। নাভিন-উল হক ২.৫ ওভারে মাত্র ৪ রানে নিয়েছে ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন নুর আহমেদ।
৯৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮ রানের মাথায় প্রথমে ইব্রাহিম জারদানের উইকেট হারায় আফগান। এরপর দলীয় ২২ রানে ফিরে যান রহমতউল্লাহ গুরবাজ। অন্যদিকে ৫৫ রানে সাজঘরে ফেরেন আজমাতুল্লাহ ওমরজাই। সেখান থেকে আর উইকেট পড়তে না দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন গুলবাদিন নায়েব ও মোহাম্মাদ নবী। নায়েব ৪৯ ও নবী ১৬ রানে অপরাজিত থাকেন।
গ্রুপ 'সি' থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল আফগানিস্তান। অন্যদিকে এই গ্রুপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও উগান্ডা।