টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সুপার এইটে ওঠার পথকে মসৃণ করার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে বৃষ্টির কারণে আজ আধা ঘণ্টারও বেশি সময় পরে অনুষ্ঠিত হয় টস। আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। তেজা নিদামানুরুর জায়গায় ফেরানো হয়েছে স্পিনার আরিয়ান দত্তকে।
বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে বেশ নড়বড়ে ছিল বাংলাদেশের অবস্থা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারতে হয়েছে সিরিজ। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও পাত্তা পায়নি দলটি। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে যেন উজ্জীবিত হয়ে ওঠেন নাজমুল হোসেন শান্তরা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে গিয়ে ডুবেছে তরী।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভসূচনা করে নেদারল্যান্ডসও। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মতোই হারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আজ যেই দল জিতবে সুপার এইটের পথে তারাই নিজেদের জায়গা পোক্ত করবে।
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিনবারই জয় পেয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবারের মুখোমুখি দেখায় শতভাগ জয় বাংলাদেশের। ২০২২ সালে সর্বশেষ এই সংস্করণে মুখোমুখি হয়েছিল দুই দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ডাচদের ৯ রানে হারিয়েছিল সাকিব আল হাসানের দল।
তবে সব সংস্করণ হিসাব করলে সুখস্মৃতিটা ভালো নয় বাংলাদেশের। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের বিপক্ষেই হেরে গিয়েছিল টাইগাররা। কলকাতার ইডেন গার্ডেন্সের সেই ম্যাচে বাংলাদেশকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল দলটি।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।