যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে নিয়মে অতিরিক্ত ৫ রান পেয়েছিল ভারত

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, ১৮:৪৭
শেয়ার :
যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে নিয়মে অতিরিক্ত ৫ রান পেয়েছিল ভারত

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবির্ভূত হয়েই নিজেদের শক্তিমত্তা দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডাকে হারানোর পর সহ-আয়োজক দলটি হারিয়ে দেয় একবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকেও। গতকাল শক্তিশালী ভারতের বিপক্ষেও লড়াই করেছে দলটি। যদিও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। 

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে ১১০ রান করে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। তবে লড়াই জমিয়ে তুলেছিল স্বাগতিকরা। 

ম্যাচের এক পর্যায়ে ৩০ বলে ৩৫ রান দরকার ছিল ভারতের। তবে অধিনায়ক অ্যারন জোন্সের ভুলে ৫ রান জরিমানা হয় যুক্তরাষ্ট্রের। তাতে ভারতের সামনে লক্ষ্যটা চলে আসে ৩০ বলে ৩০ রান। 

টি–টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন ৪১.৯.৪ অনুযায়ী, কোনো এক ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ড বা ১ মিনিট পরই শুরু করতে হয় পরের ওভার। সেটি না করতে পারলে প্রথমে বোলিং পক্ষের অধিনায়ককে সতর্ক করা হয়। দ্বিতীয়বার একই ভুল করলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। তবে তৃতীয়বার এই ভুল করলে পেতে হয় শাস্তি। জরিমানা করা হয় ৫ রান। যেটি যুক্ত হয় প্রতিপক্ষ দলের রানের সঙ্গে।

খেলার গতি ধরে রাখতেই এই নিয়ম কার্যকর করেছে আইসিসি। নিয়মটির নাম ‘স্টপ ক্লক’। গত বছরের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হয়। পরে সেটিকে স্থায়ী রূপ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি।