যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত, বাঁচল পাকিস্তানের আশা
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের ম্যাচ পরিত্যক্ত হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত পাকিস্তানের। যুক্তরাষ্ট্র জিতলেও বিদায় ছিল কার্যত নিশ্চিত। কারণ, প্রথম দুই ম্যাচে জেতা ভারত এই ম্যাচ ও তাদের শেষ ম্যাচে হারলে, আর পাকিস্তান শেষ ম্যাচে জিতলেও রান রেটের কারণে সুপার এইটে ওঠা একপ্রকার অসম্ভবই ছিল। তবে এসব কিছু হয়নি।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। তাতে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে ভারতের। যুক্তরাষ্ট্র তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারলে আর পাকিস্তানও তাদের শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে সুপার এইটে খেলতে পারবে। তবে যুক্তরাষ্ট্র জিতে গেলে আর কিছু করার থাকবে না বাবর আজমদের।
টসে হেরে প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র এদিন প্রথমে স্কোরবোর্ডে তোলে ১১০ রান। এই মাঠেই ১১৯ করে পাকিস্তানের বিপক্ষে জয় দেখেছে ভারত। ১১৩ রান করেও বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই বিবেচনায় যুক্তরাষ্ট্রের আজকের ইনিংসকেও বেশ লড়াকু বলা চলে।
যুক্তরাষ্ট্রের হয়ে এদিন সর্বোচ্চ ২৭ রান করেন নীতিশ কুমার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার স্টিভেন টেইলর। দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন অধিনায়ক অ্যারন জোন্স, কোরে অ্যান্ডারসন, হারমিত সিং ও শ্যাডলি ভ্যান স্কলউইক।
ভারতের হয়ে বল হাতে দুরন্ত পারফর্ম করেছেন আরশদীপ সিং। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। সমান ওভারে ১৪ রানের বিনিময়ে হার্দিক পান্ডিয়ার উইকেট ২টি।
১১১ রানের জবাব দিতে নেমে এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। মুখোমুখি প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বিশ্বসেরা এই ব্যাটার। আরেক ওপেনার রোহিত শর্মাও ছিলেন ব্যর্থ। মাত্র ৩ রান করেই ফিরতে হয়েছে তাকে। দুইটি উইকেটই নিয়েছেন সৌরভ নেত্রভালকার।
তিনে নেমে ২০ বলে ১৮ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন রিশাভ পান্ত। তবে ভারতকে ম্যাচ জিতিয়েছে সূর্যকুমার যাদব ও শিভাম দুবে জুটি। চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটিতে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা। ৪৯ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার। আরেক পাশে দুবে অপরাজিত ছিলেন ৩৫ বলে ৩১ রান করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আরশদীপ।