মাশরাফির কৃতিত্ব ছোঁয়াসহ আরশদীপের ২ রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ভারতের হয়ে বোলিং উদ্বোধন করেন আরশদীপ সিং। ইনিংসের প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন যুক্তরাষ্ট্রের ওপেনার শায়ান জাহাঙ্গীরকে। ভাগ বসান বাংলাদেশের সাবেক পেসার মাশরাফি বিন মুর্তজাসহ ৩ বোলারের বিরল এক রেকর্ডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার কৃতিত্ব মাশরাফি-আরশদীপ ছাড়া আর আছে আফগানিস্তানের শাপুর জ়ারদান এবং নামিবিয়ার রুবেন ট্রাম্পপ্লেম্যানের। ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন মাশরাফি।
আরও পড়ুন: রোহিতকে ছোঁয়ার দিনে লজ্জার রেকর্ডও গড়লেন রিজওয়ান
এদিন আরশদীপের তোপেই ১১০ রানে থামে যুক্তরাষ্ট্র। ইনিংসে ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আরশদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ভারতীয় বোলারের এটিই সেরা বোলিং ফিগার। এর আগে, এই রেকর্ড ছিল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দখলে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন অশ্বিন।