ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের লড়াকু পুঁজি
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১১০ রান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান অল্প হলেও বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই মাঠেই ১১৯ করে পাকিস্তানের বিপক্ষে জয় দেখেছে ভারত। ১১৩ রান করেও বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই বিবেচনায় যুক্তরাষ্ট্রের আজকের ইনিংসকেও বেশ লড়াকু বলা চলে।
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল। ইনজুরির কারণে দলের বাইরে তিনি। এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ফর্মে থাকা অ্যারন জোন্স। একাদশে ঢুকেছেন শায়ান জাহাঙ্গির।
ভারতের পেসারদের বিপক্ষে আজ শুরুটা বেশ নড়বড়ে হয় যুক্তরাষ্ট্রের। আরশদীপ সিংয়ের করা প্রথম ওভারেই হারিয়ে বসে ২ উইকেট। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট দেয়নি যুক্তরাষ্ট্র। তবে প্রথম ৬ ওভারে রান আসে মাত্র ১৮। অষ্টম ওভারে দলীয় ২৫ রানে ফেরেন অধিনায়ক জোন্স। তবে চতুর্থ উইকেটে ৩১ রানের জুটি গড়ে দলকে লড়াকু পুঁজির দিকে নিয়ে যান স্টিভেন টেইলর ও নীতিশ কুমার।
৫৬ রানের মাথায় দলের চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন টেইলর। ৩০ বলে ২৪ রান করেছেন তিনি। আর দুর্দান্ত খেলতে থাকা নীতিশ ফেরেন ৮১ রানে। তার ব্যক্তিগত সংগ্রহ ২৩ বলে ২৭ রান। ১৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে ফেলেছিল যুক্তরাষ্ট্র। তখন রান ১৩০-এর ঘরেই দেখছিল সবাই। তবে শেষ ৪ ওভারে খেই হারিয়ে ফেলে মার্কিনিরা। মাত্র ১৫ রান তুলতে হারায় ৩ উইকেট। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থামে দলটি।
ভারতের হয়ে বল হাতে দুরন্ত পারফর্ম করেছেন আরশদীপ। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। সমান ওভারে ১৪ রানের বিনিময়ে হার্দিক পান্ডিয়ার উইকেট ২টি।