‘গুরুতর অভিযোগে’ বাদ পড়ছেন পাকিস্তানের ৫ ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স ও গুরুতর কিছু অভিযোগে দল থেকে বাদ পড়তে যাচ্ছেন পাকিস্তানের ৫ ক্রিকেটার ও একজন টিম ম্যানেজমেন্টের সদস্য। চলমান বিশ্বকাপের পরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান দল থেকে বাদ পড়তে যাচ্ছেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, আজম খান ও উসমান খানের মতো তারকারা। এছাড়া দলের সিনিয়র ম্যানেজার ও নির্বাচক কমিটির সদস্য ওয়াহাব রিয়াজের পদও আছে ঝুঁকিতে।
সূত্র জানায়, একজন ম্যানেজারের নির্দেশে পাকিস্তান দলের তিন খেলোয়াড় পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করছিলেন। ওই ম্যানেজার খেলোয়াড়দের বেতন বাড়ানোর জন্যও বোর্ডকে চাপ দিয়েছিলেন।
অধিনায়ক বাবর আজম, প্রধান কোচ গ্যারি কার্স্টেন, সিনিয়র ম্যানেজার রিয়াজ এবং সহকারী কোচ আজহার মাহমুদের প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় দলে এই পরিবর্তন আসবে বলে সূত্র জানিয়েছে।
এছাড়া দলের সাবেক পরিচালক মোহাম্মদ হাফিজের অভিযোগও বিবেচনায় নেওয়া হবে। হাফিজ বলেছিলেন, খেলোয়াড়রা পারফরম্যান্সের চেয়ে গ্রুপিং ও টাকাকেই বেশি প্রাধান্য দেন।
ভারতের বিপক্ষে হারের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ‘মেজর অপারেশন’ চালানোর ঘোষণা দিয়েছিলেন। তারপরই জানা গেল এই তথ্য। সেই হারের পর নকভি বলেছিলেন, ‘ভারতের বিপক্ষে হার যেকোনোভাবেই হতাশাজনক।’
বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স এখনও পর্যন্ত চূড়ান্ত হতাশাজনক। নিজেদের প্রথম ম্যাচেই দলটি হেরেছে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ভারতকে বাগে পেয়েও চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় দেখতে হয়েছে হার। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে অবশ্য জিতেছেন বাবর আজমরা।