আবাসিক হোটেলে সাবেক বন কর্মকর্তার মরদেহ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
১২ জুন ২০২৪, ১৬:০৭
শেয়ার :
আবাসিক হোটেলে সাবেক বন কর্মকর্তার মরদেহ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুরের ‘ভাই ভাই আবাসিক হোটেল’ থেকে সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে হোটেলের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই বন কর্মকর্তার নাম শফিকুর রহমান (৭০)। চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ী এলাকার ওই বাসিন্দা বাংলাদেশ বন বিভাগের সাবেক রেঞ্জ কর্মকর্তা ছিলেন।

আবাসিক হোটেল সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর হোটেলের ১১ নম্বর কক্ষ ভাড়া নেন শফিকুর। নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন তিনি। গতকাল মঙ্গলবার হোটেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। আজ সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকলে তিনি সাড়া দেননি। পরে হোটেলের জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।  

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। পরবর্তী আইননুক ব্যবস্থা গ্রহণ করা হবে।’