একশ উইকেটের মাইলফলকে জাম্পা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, ১২:৩৫
শেয়ার :
একশ উইকেটের মাইলফলকে জাম্পা

উইকেট পাওয়ার পর জাম্পা। ছবি সংগৃহীত

প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০উইকেটের মাইলফলক ছুঁলেন অ্যাডাম জাম্পা। আজ বুধবার (১২ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেট শিকারের মধ্যে দিয়ে এই কীর্তিতে নাম লেখান এই স্পিনার।

এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ১২ রানের বিনিময়ে দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাম্পা। তার উইকেট শিকারে ছিল আউট করেছেন বার্নার্ড স্কোল্টজ, ডেভিড উইজ, রুবেন ট্রাম্পেলম্যান এবং জেন গ্রিনকে।

জাম্পা সব মিলিয়ে জাতীয় দলের জার্সি গায়ে ৮৩ ম্যাচের ৪২ ইনিংসে ৭.২০ ইকোনমিতে ১০০ উইকেট নিলেন জাম্পা। তার পরেই রয়েছেন পেসার মিচেল স্টার্ক। ৬২ ম্যাচে ৭.৭২ ইকোনমিতে ৭৬ উইকেট স্টার্কের। জাম্পাকে ছুঁতে তার আরও ২৪ উইকেট দরকার।