৩৪ বল খেলেই অস্ট্রেলিয়ার জয়, সুপার এইটে মার্শরা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, ০৯:২৫
শেয়ার :
৩৪ বল খেলেই অস্ট্রেলিয়ার জয়, সুপার এইটে মার্শরা

নামিবিয়ার বিপক্ষে সহজ সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। যেখানে জিতলেই গ্রুপ ‘বি’থেকে সুপার এইট পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে। তবে মাত্র ৩৪ বল খেলেই যে এই সমীকরণ মিলিয়ে ফেলবে দলটি তা হয়তো কেউই মনে করেনি।

অ্যান্টিাগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা নামিবিয়াকে মাত্র ৭২ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। এরপর ৫.৪ ওভারেই ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের তাণ্ডবে দলটি লক্ষ্য তাড়া করেছে ।

অস্ট্রেলিয়া এর আগে ওমান ও ইংল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছিল। টানা ৩ জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে পৌঁছে গেল ২০২১ চ্যাম্পিয়নরা।

এদিন ৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তোলে অস্ট্রেলিয়া। যেখানে ৮ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২০ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। তবে ট্রাভিস হেড ১৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন। আর অধিনায়ক মার্শ ৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়া। সর্বোচ্চ ৪৩ বলে ৩৪ রান করেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তবে ওপেনার মাইকেল ভ্যান লিনগেন ১০ রান করলেও বাকিদের কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে অজি স্পিনার অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট পান জশ হ্যাজলউড ও মার্কাস স্টোইনিস।