বাংলাদেশের বিপক্ষে খেলবেন লামিচানে
মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় নেপালের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি সন্দীপ লামিচানে। শ্রীলংকার বিপক্ষে নেপালের দ্বিতীয় ম্যাচও যুক্তরাষ্ট্রে হওয়ায় খেলতে পারবেন না তিনি। তবে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে হওয়ায় খেলতে পারবেন এই লেগ স্পিনার।
গ্রুপপর্বে নিজেদের শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলবে নেপাল। কিংসটাউনে আগামী ১৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে খেলবে সন্দীপ লামিচানের দল।
আজ সোমবার নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন লামিচানের শেষ দুই ম্যাচে খেলার ব্যাপারে নিশ্চয়তা দেয়। ধর্ষণ-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গত মাসে দুইবার লামিচানের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। যদিও সেই অভিযোগের যথেষ্ট প্রমাণ না থাকায় লামিচানেকে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করে নেপাল। তবে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে নেপাল সরকারের অনুরোধও কাজে দেয়নি।
এক বিবৃতিতে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, ‘আমরা জানাচ্ছি যে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ম্যাচে নেপাল ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন সন্দীপ লামিচানে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খেলার বিষয়টি জানিয়েছেন লামিচানেও। তিনি লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আমি শেষ দুই ম্যাচে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি। আমি আমার ও সকল ক্রিকেট ভক্তদের স্বপ্ন পূরণ করার জন্য মুখিয়ে আছি।’
১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ২০২২ সালে গ্রেপ্তার হন লামিচানে। পরে তাকে নেপালের বোর্ড নিষিদ্ধ করে। তবে কোর্ট থেকে লামিচানের পক্ষে রায় আসায় তাকে দলে যুক্ত করে নেপালের ক্রিকেট বোর্ড।