অনলাইনে প্রতিদিন এক লাখ আবেদন

নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৪, ০০:০০
শেয়ার :
অনলাইনে প্রতিদিন এক লাখ আবেদন

অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি ফি পরিশোধসহ নানাবিধ জটিলতার মধ্যেও প্রতিদিন গড়ে এক লাখ আবেদন জমা হচ্ছে। গত ২৬ মে এ আবেদন শুরুর কথা থাকলেও সার্ভার জটিলতায় ২৭ মে থেকে তা শুরু হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টা পর্যন্ত একাদশে ভর্তি হতে ১২ লাখ ১৭ হাজার ৩৮ শিক্ষার্থী আবেদন করেন। তারা ৬৬ লাখ ৩০ হাজর ৬৬৪টি পছন্দক্রম দিয়েছেন। মোট আবেদনকারীর মধ্যে সফলভাবে পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এখন অনলাইনে আবেদন নিয়ে কোনো ঝামেলা নেই। প্রথম ধাপে সময়সীমা বাড়ানো হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভর্তিসংক্রান্ত পেমেন্ট জটিলতা নিরসন হওয়ায় ফি পরিশোধ না করেও আবেদন করা যাবে বলে যে নির্দেশনা ছিল তা বাতিল করা হয়েছে। এখন থেকে ফি পরিশোধ করেই ভর্তির আবেদন করতে হবে। গতকাল রবিবার ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, গত ১ জুন থেকে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও (নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন ফি পরিশোধ করার শর্তে) আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। এখন থেকে সেই সুবিধা বাতিল করা হলো। সুতরাং আবেদন করার আগে আবেদন ফি পরিশোধ করেই আসতে হবে।

শিক্ষা বোর্ড আবার জানিয়েছে, যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে আবেদন করেছে কিন্তু পেমেন্ট সম্পন্ন করেননি, তাদের দ্রুত সময়ের পেমেন্ট সম্পন্ন করতে হবে। আগামী ১১ জুনের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে ব্যর্থ হলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।