যে প্রত্যয় নিয়ে হজে যাচ্ছেন সানিয়া
আরও ভালো মানুষ হওয়ার আশায় মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র জায়গা মক্কায় হজ পালন করতে যাচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। আজ রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানান সানিয়া।
সানিয়া লিখেছেন, ‘আমি যেহেতু একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতা (হজ) নিতে যাচ্ছি, আমি সবার কাছে বিনীতভাবে আমার ভুলত্রুটির জন্য ক্ষমা চাইছি।’ সানিয়া আরও আশা প্রকাশ করেছেন যে আল্লাহ তার সকল প্রার্থনা কবুল করবেন এবং তাকে বরকতময় পথে পরিচালিত করবেন।
সানিয়া আরও লেখেন, ‘আমি দারুণ সৌভাগ্যবান ও অপরিসীম কৃতজ্ঞ বোধ করছি। দয়া করে আমাকে জীবনের এই যাত্রায় আপনার ভাবনায় রাখবেন এবং প্রার্থনা করবেন। আমি আশা করি, আরও নম্র হৃদয় ও শক্তিশালী ইমানের একজন ভালো মানুষ হয়ে ফিরে আসব।’
এরই মধ্যে পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন সানিয়া। তবে টেনিসের মধ্যেই আছেন। সম্প্রতি কাজ করেছেন ফ্রেঞ্চ ওপেনে, একজন বিশ্লেষক হিসেবে।