কোহলির জুতার সমানও নয় বাবর: সাবেক পাকিস্তানি তারকা
ভৌগলিক ও রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের ম্যাচে থাকে আলাদা ঝাঁজ। দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও তুলনা হয় বিস্তর। হাল আমলে বিরাট কোহলির সঙ্গে অনেকেই তুলনা করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। তবে কোহলির জুতার সমান যোগ্যতাও বাবরের নেই বলে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে গ্রু ‘এ’র ম্যাচে কিছুক্ষণ পরই মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। ম্যাচের আগে কানেরিয়া বলেছেন, ‘বাবর আজম যখনই সেঞ্চুরি করবে তার পরদিনই বিরাট কোহলির সঙ্গে তার তুলনা শুরু হয়ে যাবে। কোহলির জুতার সমানও নয় বাবর।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পেছনেও বাবরের দায় দেখছেন কানেরিয়া, ‘যুক্তরাষ্ট্রের বোলাররা তাকে আটকে রেখেছিল, সে বোলারদের খেলতেই পারছিল না। যখনই সে কষ্টেসৃষ্টে ৪০ রান করল, এরপর আউট হয়ে গেল। তার উইকেটে থাকা উচিত ছিল এবং ম্যাচ জিতেই ফেরা প্রয়োজন ছিল। পাকিস্তানের একতরফাভাবে ম্যাচটি জেতা উচিত ছিল।’
---দানিশ কানেরিয়া। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বেশ নাজুক অবস্থায় আছে পাকিস্তান। আজকের ম্যাচে ভারতের কাছে আরও বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বলেও মনে করেন কানেরিয়া, ‘ভারত তাদের নির্দয়ভাবে হারাবে। ভারতকে হারানোর সামর্থ্য তাদের (পাকিস্তানের) নেই। যখনই তারা বিশ্বকাপ খেলতে যায়, তারা তাদের বোলারদের এমন প্রশংসা করে যে তারাই ম্যাচ জিতিয়ে দেবে কিন্তু প্রথম ম্যাচ তাদের (বোলারদের) কারণেই হেরেছে।’