ভারতকেই এগিয়ে রাখলেন আকরাম, কিন্তু...

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৯:০২
শেয়ার :
ভারতকেই এগিয়ে রাখলেন আকরাম, কিন্তু...

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের সবচেয়ে জমজমাট লড়াই আজ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে সাবেক ক্রিকেটারদের একেকজন জানাচ্ছেন একেক মত। নিজেদের ভাবনা জানিয়েছেন পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। 

ভারতের বিপক্ষে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতলেও সার্বিক পরিসংখ্যান ভালো নয় পাকিস্তানের। তাছড়া এখনো পর্যন্ত একটি করে ম্যাচ খেলা এই দুই দলের শুরুটাও হয়েছে ভিন্ন স্বাদে। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। আর র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে গড়ানো ম্যাচে হেরে গেছে পাকিস্তান। তাইতো নিজ দলকে নিয়ে অত বেশি আশাবাদী নন আকরাম। 

কোন দলের জয়ের সম্ভাবনা বেশি এমন প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমরা যদি ভারতের ফর্মের দিকে তাকাই, ভারত তুলনামূলক ভালো দল। এমন ভালো যে তারা এই ম্যাচে (ভারত-পাকিস্তান) ফেবারিট। (জয়ের সম্ভাবনায়) আমি ভারতকে ৬০ শতাংশ আর পাকিস্তানকে ৪০ শতাংশ দেব। কিন্তু এটা টি-টোয়েন্টি, একটি ভালো ইনিংস, একটি ভালো স্পেল খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হয় টুর্নামেন্টের এই ম্যাচটি দেখার জন্য সবাই মুখিয়ে আছে।’

কোন দলকে এগিয়ে রাখবেন এমন প্রসঙ্গে ওয়াকার ইউনিস বলেন, ‘আমার হৃদয় বলছে পাকিস্তান কিন্তু টুর্নামেন্টে নিউইয়র্কের পিচ যেটি দেখেছি যে এটি ফাস্ট বোলারদের জন্য সহায়ক। তাই নিউইয়র্কের পিচের জন্যই দুই দলের সমান সম্ভাবনা দেখছি।’