দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দিলারার, আবাহনীর ৪০৪
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনী লিমিটেড ও জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের ম্যাচে দেখা গেল রেকর্ডের ছড়াছড়ি। এদিন মাত্র ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন আবাহনীর দিলারা আক্তার। যা মেয়েদের লিগে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড। আর তাতে তার দলও গড়ে ৪০৪ রানের বিশাল সংগ্রহ। মেয়েদের লিগ তো বটেই, দেশের ঘরোয়া ক্রিকেটেই পঞ্চাশ ওভারের সংস্করণে এর আগে এত রান হয়নি।
আজ শুক্রবার জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে ৪০৪ রান করে আবাহনী। জবাব দিতে নেমে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব। আবাহনীর জয় আসে ৩৬৮ রানে। মেয়েদের লিগে যেটি সর্বোচ্চ ব্যবধানে জয়।
বিকেএসপিতে আজ টস জিতে প্রথমে ব্যাটিং করে আবাহনী। শুরু থেকেই মারমুখীভাবে খেলতে থাকেন আবাহনীর ব্যাটররা। ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করা আউট হয়েছেন ১০৪ রান করে। সেঞ্চুরি পেয়েছেন স্বর্ণা আক্তারও। ৯০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১১৮ রানের ইনিংস খেলেছেন এই তারকা। এছাড়া শেষ দিকে নাহিদা আক্তার ২৩ বলে ৩৫ ও অধিনায়ক জাহানারা আলম ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন।
বিশাল এই রানের জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জাবিদ আহসান সোহেল ক্রিকেট একাডেমি। কোনো ব্যাটারই পাননি দুই অঙ্কের রানের দেখা। পাঁচজন বোলার নেন দুইটি করে উইকেট। এর মধ্যে ৬ ওভারে ৪টি মেডেন দিয়ে মাত্র ৩ রানে দুই উইকেট শিকার শরিফার।