রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৪, ১৫:২৯
শেয়ার :
রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সমস্যা যেন শেষই হচ্ছে না। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেখতে হয়েছে লজ্জার হার। আজ শুক্রবার বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল দলটির অন্যতম পেসার হারিস রউফের বিরুদ্ধে। 

রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের খেলোয়াড় রাস্টি থেরন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে থেরন লিখেছেন, ‘আইসিসি, পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বল আঁচড়ে ছালচামড়া তুলে ফেলাটা কি আমরা দেখিনি এমন ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে!’

এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি যুক্তরাষ্ট্র। তবে এমন অভিযোগ বেশ গুরুতর। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বল হাতে রউফের পারফরম্যান্স ছিল খুবই নিম্নমানের। ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মূল ম্যাচের শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ১৫ রান। মানে, আমেরিকানদের ১৩ রানে আটকাতে পারলেই জিতে যেত পাকিস্তান। তবে সেটি পারেননি রউফ। ছক্কা ও চার হজম করে দেন ১৪ রান। পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে হেরে যায় র‌্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে ১২ ধাপ এগিয়ে থাকা পাকিস্তান। 

এমন হারের পর দলের বোলারদেরই কাঠগড়ায় তুলেছেন বাবর। পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আমরা বোলিংয়ে এর চেয়ে ভালো। প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলোতে স্পিনাররা উইকেট নিতে পারেননি, এরপরই চাপ আমাদের ওপর পড়ে। ১০ ওভার শেষে আমরা ম্যাচে কিছুটা ফিরেছিলাম। কিন্তু তারা সুপার ওভারে যেভাবে ম্যাচ শেষ করেছে, কৃতিত্বটা তাদের দিতেই হয়।’