মুম্বাইয়ে জন্ম নেওয়া প্রকৌশলী যখন পাকিস্তান বধের নায়ক

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৪, ১৪:০৬
শেয়ার :
মুম্বাইয়ে জন্ম নেওয়া প্রকৌশলী যখন পাকিস্তান বধের নায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার রাতে সুপার পাওয়ার পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে ক্রিকেটে নবাগত মার্কিন যুক্তরাষ্ট্র। এটি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে (সেটি টি-টোয়েন্টি বা ওডিআই হোক) সবচেয়ে বড় বিপর্যয়ের একটি। 

ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকট হারিয়ে ১৫৯ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৩ উইকেট হারানো যুক্তরাষ্ট্রও একই রানে থামে। এরপর সুপার ওভারে গড়ায় ম্যাচ। প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র তোলে ১৮ রান। পরে যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রভালকরের করা সুপার ওভারে ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। 

যুক্তরাষ্ট্রের নেত্রভালকরের জন্ম ভারতে। জুনিয়র হিসেবে গায়ে চাপিয়েছিলেন ভারতের জার্সিও। ১৯৯১ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন ভারত দলের সদস্য। কিন্তু ভারতে এত প্রতিযোগিতার ভিড়ে নিজেকে হারাতে দেননি নেত্রভালকার। চলে যান মার্কিন মুলুকে। 

২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন একসময় অনূর্ধ্ব-১৯ দলে খেলা নেত্রভালকার। এর প্রায় ৯ বছর পর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানকে তিনি স্তব্ধ করে দেন যুক্তরাষ্ট্রের জার্সিতে। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছেন নেত্রভালকার। কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট এবং সন্দীপ শর্মার মতো ক্রিকেটাররা ছিলেন তার সতীর্থ। 

তবে শুধু একজন প্রতিভাবান ক্রিকেটারই নন, মেধাবী একজন প্রকৌশলীও বটে নেত্রভালকর। ওরাকলের একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তিনি। চাকরি ও খেলোধুলার মধ্যে বজায় রাখেন দারুণ ভারসাম্য। চাকরি করতে গিয়ে কোডিং করাই ছিল নেত্রভালকারের প্রাথমিক কাজ, তবে আবেগ রয়ে গিয়েছিল ক্রিকেট। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় করা বেশ কঠিন ছিল নেত্রভালকারের জন্য। তবে দৃঢ় সংকল্প তাকে এই পথ পাড়ি দিতে সাহায্য করেছে।