নামিবিয়াকে হারিয়ে শীর্ষে উঠল স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’র ম্যাচে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। নামিবিয়ার ১৫৫ রান স্কটিশরা টপকে গেছে ৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই। এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেও উঠে গেল স্কটিশরা। ২ ম্যাচ থেকে এখন তাদের পয়েন্ট ৩। একই গ্রুপে এক ম্যাচ খেলে জয় পাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট ২।
বার্বাডোজের ব্রিজটাউনে এদিন টসে জিতে ব্যাটিং বেছে নেন নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস। নিজে অধিনায়কোচিত ইনিংস খেলেই দলের রান দেড়শ পার করেন। চারে নামা এরাসমাসের ব্যাট থেকে আসে ৫২ রান। ৩১ বলের এই ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ২ ছক্কায়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জেন গ্রিনের ব্যাট থেকে। যদিও ২৮ রান করতে তার খরচ করতে হয়েছে ২৭ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে নামিবিয়া।
১৫৬ রানের জবাব দিতে নেমে বিপদে পড়ে গিয়েছিল স্কটিশরাও। ১১ ওভারে ৭৩ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। এসময় স্কটিশদের ত্রাতা হয়ে আসেন অধিনায়ক রিচি বেরিংটন। তার ৪৭ রানের ইনিংসেই জয়ের ভিত পায় স্কটল্যান্ড। আর ছয়ে নামা মাইকেল লিস্ক সেই ভিত্তিকে পূর্ণতা দেন। ১৭ বলে ৪ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৫ রান।
স্কটিশদের জয়ে ম্লান হয়ে গেল নামিবিয়ার অধিনায়ক এরাসমাসের দুর্দান্ত পারফরম্যান্স। ব্যাটের পর বল হাতেও তিনি ছিলেন দারুণ কার্যকরী। ৪ ওভারে মাত্র ২৯ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়ে কার্যকরী ছিলেন বের্নার্ড স্কোলজও।