এ কেমন ভুল করলেন ওয়ার্নার!

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৪, ২০:৫৭
শেয়ার :
এ কেমন ভুল করলেন ওয়ার্নার!

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে ১৭ ধাপ পেছনে ওমান। তবে মাঠের খেলায় ছয়বারের ওয়ানডে ও একবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে ‘চোখে চোখ রেখে’ লড়াই করেছে ওমান। অস্ট্রেলিয়া নিজেদের ইনিংসের প্রথমদিকে রান তুলতেই হিমশিম খেয়েছে। প্রথম ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছিল মাত্র ৬২ রান। এরপর মার্কাস স্টোয়নিস নেমে ক্যাঙ্গারুদের রানের গতি বাড়ান। 

স্টোয়নিস ছাড়াও ম্যাচে অজিদের মধ্যে আলোচিত নাম ডেভিড ওয়ার্নার। নানা ঘটনাপ্রবাহে তিনি ছিলেন আলোচনায়। এদিন বাউন্ডারি পেতে সংগ্রাম করতে হয়েছে এই ওপেনারকে। তবে উইকেট ছুঁড়ে আসেননি তিনি। ঠিকই হাফ সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। শেষ পর্যন্ত ৫১ বলে ৫৬ রান করে আউট হয়েছেন তিনি। 

এই ইনিংসের মাধ্যমে একটি রেকর্ডও করে ফেলেছেন ওয়ার্নার। সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে অজিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। ১০৪ টি-টোয়েন্টিতে ওয়ার্নারের রান ৩ হাজার ১৫৫। যেখানে এক ম্যাচ কম খেলা ফিঞ্চের রান ৩ হাজার ১২০। 

এদিন ওয়ার্নারকে ফিরিয়ে ‘বুনো’ উদযাপন করেন ওমানের পেসার কলিমুল্লাহ। তার বলে বাউন্ডারি মারতে গিয়ে লং অফে ধরা পড়েন ওয়ার্নার। ড্রেসিংরুমের দিকে হাঁটতে হাঁটতে পেছন ফিরলে কলিমউল্লাহ ‘গর্জন’ করে ওঠেন।

তবে এসব কারণ নয়, এই ম্যাচে ওয়ার্নার বেশি আলোচিত অন্য একটি কারণে। মূলত, একটি ভুল করে। ড্রেসিংরুমের দিকে ওয়ার্নার যাচ্ছিলেন ঠিকই, তবে সেটি অস্ট্রেলিয়ার নয়, ওমানের। এমনকি সিঁড়ির অর্ধেকও পার করে ফেলেছিলেন তিনি। তবে পেছন থেকে কেউ একজন ভুল শুধরে দেওয়ার পর সঠিক পথে হাঁটেন এই ওপেনার। 

প্রসঙ্গত, ওমানকে ৩৯ রানে হারায় অজিরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ রান করে দলটি। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ওমান। ব্যাট হাতে ৩৬ বলে ৬৭ রান করার পর বলেও ৩ উইকেট নেন ম্যাচসেরা স্টোয়নিস।