স্টোইনিসের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৪, ১০:৩২
শেয়ার :
স্টোইনিসের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার জয়ে শুরু

পুঁচকে ওমানের বিপক্ষে উইকেটে সংগ্রাম করা অস্ট্রেলিয়া মাঝারিমানের সংগ্রহ গড়েছিল। রান তুলতে রীতিমতো খাবি খেতে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। তবে মার্কাস স্টোইনিসের শেষের ঝড়ে দলীয় সংগ্রহ দেড়শ পার করতে পেরেছে দলটি। এরপর এই অলরাউন্ডারের বোলিং সহজ জয়ও পাইয়ে দেয় অজিদের। ৩৯ রানের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল অস্ট্রেলিয়া।

আজ বৃহস্পতিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে ওমান।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওমান তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সর্বোচ্চ ৩০ বলে ৩৬ রান করেন আয়ান খান। এছাড়া ২৭ রান করেন মেহরান খান।

স্টোইনিস ৩ ওভারে ১৯ রানে সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন। মিচেল স্টার্ক, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ওপেনার ট্রাভিস হেডকে হারায়। উইকেটে যুদ্ধ করতে থাকা এই ব্যাটার ১০ বলে ১২ রান করে বিলাল খানের বলে আউট হন। এরপর মেহরান খান মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। অধিনায়ক মার্শ ২১ বল খেলে মাত্র ১৪ রান করেন। আর ম্যাক্সওয়েলতো শূন্য রানে প্যালিভিয়নে ফেরেন।

বাকিদের আসা-যাওয়ার মিছিলে ডেভিড ওয়ার্নার ব্যাটিং করে যান, তবে তার ব্যাটিং ঠিক টি-টোয়েন্টি সূলভ ছিল না। ৪৬ বলে ফিফটি পাওয়া এই ওপেনার শেষ পর্যন্ত ৫১ বলে ৫৬ রানে কলিমুল্লাহর বলে আউট হন। তিনি ৬টি চার ও একটি ছক্কা হাঁকান।

তবে একেবারে ব্যতিক্রম ছিলেন মার্কাস স্টোইনিস। খেলেছেন ঝড়ো ইনিংস। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ব্যাটার হাফসেঞ্চুরি করেন মাত্র ২৭ বলে। আর ইনিংসের শেষে ৩৬ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬৭ রানের হার না মানা ইনিংস খেলেন।

ওমানের বোলারদের মধ্যে মেহরান ২টি এবং বিলাল ও কলিমুল্লাহ একটি করে উইকেট পান।