চতুর্থ ধাপেও ভোটের খরা
চতুর্থ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। যদিও ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৯ জুন। গত তিন ধাপের মতো চতুর্থ ধাপেও ভোটে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দু-এক জায়গায় সামান্য সহিংসতা ও অনিয়মের অভিযোগ এলেও তা নির্বাচনে প্রভাব ফেলেনি। অধিকাংশ রাজনৈতিক দলের বর্জন করা নিরুত্তাপ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল আগের মতোই কম।
গতকাল বুধবার ৬০ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। চতুর্থ ধাপে ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। চতুর্থ ধাপের ভোট শেষে অর্ধেক কেন্দ্রের তথ্যের ভিত্তিতে সিইসি এমনটি জানিয়েছেন। তিনি বলেন, ২ হাজার ৮৯ কেন্দ্রের তথ্য পেয়েছি। এতে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ।
সিইসি বলেন, চতুর্থ ধাপে ৬০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৫ হাজার ১৪৬টি কেন্দ্রে নির্বাচন হয়েছে। এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮৮২ ভোটার ভোট দিয়েছেন। তিন পদে পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিভিন্ন অপরাধে ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৯ জনকে বিভিন্ন দ- দেওয়া হয়েছে। ২১ জনকে জরিমানা করা হয়েছে। ভৈরব উপজেলায় একটি ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আর সহিংসতার কথা যদি বলি,
খুব মাইনর আহত হয়েছেন, ধাওয়া-পাল্টধাওয়ার কারণে। এর বাইরে বরিশালে পাঁচজন আহত হয়েছেন। ওখানে একটু কোপাকুপি হয়েছে। খুব গুরুতর নয়। তবে মাইনরের চেয়ে একটু বেশি। নেত্রকোনার কেন্দুয়াতে এক প্রিসাইডিং অফিসার নিজেই ব্যালট পেপারে সিল মারছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। টোটাল জাল ভোটের ইনসিডেন্ট ঘটেছে পাঁচটি। ইভিএমে যেখানে ভোট হয়েছে, সেখানে কোনো ইনসিডেন্ট হয়নি।
সিইসি বলেন, ২২টি উপজেলায় আগামী ৯ জুন ভোট হবে। ভোট শেষে পর্যালোচনা করব কেমন হলো। তবে এ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। কোনো রকম মেজর সহিংসতা হয়নি। আর রাজনৈতিক বিষয়গুলো আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো না।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
এর আগে বেলা ১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির নতুন সচিব শফিউল আজিম জানান, শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্তভাবে ভোট চলছে। এ ধাপের ৫ সহস্রাধিক ভোটকেন্দ্রের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার কেন্দ্রের সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটের হারের তথ্য সংগ্রহ করা হয়েছে। নির্বাচনের প্রথম ৪ ঘণ্টায় গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। বিকাল ৪টার মধ্যে ভোটের হার অন্তত ৩৫ শতাংশ হতে পারে বলে ধারণা পাওয়া গেছে।
চট্টগ্রাম ব্যুরো থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বাঁশখালী উপজেলার তিনটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। গত ২৯ এপ্রিল পটিয়া উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ফল ঘোষিত হলেও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের ফল বাকি থাকে। একটি কেন্দ্রে গতকাল সেই নির্বাচন চলাকালে বাইরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বাঁশখালীর উপকূলীয় ইউনিয়ন গন্ডামারায় চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম ও এমরানুল হকের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। গন্ডামারা ইউনিয়নের একাধিক কেন্দ্রে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী শেখেরখীল ও ছনুয়া ইউনিয়নেও এ দুই প্রার্থীর অনুসারীরা সংঘর্ষে জড়ান। পরে পুলিশ ওইসব কেন্দ্রের নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতি শান্ত হয়।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, ৯ জুন অনুষ্ঠেয় শরণখোলা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতীকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
ফেনী প্রতিনিধি জানান, ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় বিভিন্ন কেন্দ্র থেকে ১১ জনকে আটক করা হয়। এ ছাড়া জাল ভোটের অভিযোগে দুটি কেন্দ্র থেকে ৫৭টি ব্যালট বাতিল করা হয়।
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি জানান, হোমনায় বিভিন্ন কেন্দ্রে আধিপত্য বিস্তার ও কেন্দ্র দখলের চেষ্টা করেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। দুপুর ২টার দিকে জয়পুর ইউনিয়নের পূর্ব কাশিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত এক পোলিং এজেন্ট ও তার বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
খুলনা প্রতিনিধি জানান, রূপসা উপজেলায় সকাল ১০টা পর্যন্ত ৬ দশ?মিক ৮১ শতাংশ ও ১২টা পর্যন্ত ১৮ দশ?মিক ৯৭ শতাংশ ভোট প?ড়ে? বলে নিশ্চিত করেন উপ?জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটা?র্নিং অফিসার জান্নাতুল ইসলাম।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় প্রতিটি বুথে প্রার্থীদের পোলিং এজেন্ট থাকার কথা থাকলেও বিভিন্ন ভোটকেন্দ্রে অনেক প্রার্থীর পোলিং এজেন্ট পাওয়া যায়নি। ১৭ প্রার্থীর ১৭ এজেন্টের স্থলে কোনো বুথে ৫ জন, কোনো বুথে ৭ জন পোলিং এজেন্টকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। মধ্যনগর বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রের ৩ নম্বর বুথে ৭ জন ও ৪ নম্বর বুথে ৫ জন পোলিং এজেন্ট পাওয়া যায়। একইভাবে গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর পুরুষ বুথে ৯ জন ও ২ নম্বর মহিলা বুথে ৭ এজেন্ট দায়িত্ব পালন করেন।
দেশের ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়ে। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হন। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন ২২ জন। ২১ মে এ ধাপের নির্বাচনে ভোট পড়ে ৩৮ শতাংশ। ২৯ মে তৃতীয় ধাপের ৮৭টি উপজেলার নির্বাচনে ভোট পড়ে ৩৬ দশমিক ২৪ শতাংশ। এবারের নির্বাচনে ৪৪ টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ ৪০টি দল অংশ নেয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা অংশ নিলেও দলের পক্ষ থেকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন