বিশ্বকাপের আগে ভারতকে হেডের খোঁচা

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৪, ১৯:৪৬
শেয়ার :
বিশ্বকাপের আগে ভারতকে হেডের খোঁচা

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ; দুইটি প্রতিযোগিতাতেই শিরোপার খুব কাছে গিয়ে হতাশ হতে হয়েছে ভারতকে। দুই ফাইনালেই দলটি হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই সংস্করণের দুটি ফাইনাল হলেও নায়ক একজনই; ট্রাভিস হেড। টেস্টের পর ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ ম্যাচেও সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন তিনি। 

এবার ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে দলগুলো। এখানে শিরোপার বড় দুই দাবিদার ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের জন্য এবারের টুর্নামেন্ট তাই প্রতিশোধের মঞ্চও। দুই দল ফাইনাল খেলুক এমনটি চান হেডও। তবে সূক্ষভাবে একটু খোঁচা দিতেও ছাড়লেন না এই অস্ট্রেলিয়ান। 

হেড বলেন, ‘এটা দারুণ হবে (ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ)। ফাইনালে হলে ব্যাপারটি ভালো হবে। আমার মনে হয় প্রত্যেক ভারতীয় এটা পছন্দ করবেন। বিশেষ করে গত দুই ফাইনালে যা হয়েছে সেটির জন্য। তাই আমি নিশ্চিত ভারত কিছু ক্ষেত্রে প্রতিশোধও চায়। সেটা হলে নাটক দারুণ জমবে। আশা করছি আমরাও যেতে পারবো, তোমরাও (ভারত) পারবে এবং আমরা দেখব কী হয়।’

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেডের ব্যাট থেকে এসেছিল ১৬৩ রানের ম্যাচজয়ী ইনিংস। এরপর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ২৪১ রানের লক্ষ্য অতিক্রম করতে গিয়ে একাই অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেছেন হেড। 

ভারতের সঙ্গে কাজটি যে এবার সহজ হবে না সেটি জানেন হেডও। ভারতের খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত নিরাপদ হাতেই আছে। আমার মনে হয় (শিরোপার) লড়াইয়ে আছে চার-পাঁচটি দল। আক্রমণাত্মক ক্রিকেট খেলা তাদের জন্য গুরুত্বপূর্ণ। রোহিত (শর্মা) ও কোহলির (বিরাট) সঙ্গে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বে বোলিং আক্রমণ দারুণ। আইপিএলেও দারুণ করেছেন তিনি, তাদের সম্ভাবনা অনেক।’

২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়া জেতে ২০২১ সালে। যদিও পরের বছরে ঘরের মাঠের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে।