ভক্তদের নৈশভোজে এনে টাকা নিয়েছেন বাবররা, চরম বিতর্ক

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৪, ১৮:৩৯
শেয়ার :
ভক্তদের নৈশভোজে এনে টাকা নিয়েছেন বাবররা, চরম বিতর্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগেই বিতর্কের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি একটি ‘প্রাইভেট ডিনার’ অর্থাৎ নৈশভোজের ব্যবস্থা করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নৈশভোজ বিনামূল্যে ছিল না। ২৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার টাকা) গুণতে হয়েছে নৈশভোজে অংশগ্রহণকারী ভক্তদের। 

‘সাক্ষাত ও শুভেচ্ছা’র জন্য ভক্তদের দেওয়া পাকিস্তান দলের আমন্ত্রণ অবশ্য তৈরি করেছেন বিতর্ক। বিশ্বকাপের আগমুহূর্তে এমন কাণ্ডে ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফের মতো তারকা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রশিদ লতিফকে বলতে দেখা যায়, ‘অফিসিয়াল ডিনার আছে, কিন্তু এটা প্রাইভেট ডিনার। এটা কেউ করতে পারে? ভয়াবহ একটা ব্যাপার। এর মানে এই যে, আপনি আমাদের খেলোয়াড়দের সঙ্গে ২৫ ডলারের বিনিময়ে দেখা করতে পারছেন। সৃষ্টিকর্তা মাফ করুক, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটত, মানুষ বলত খেলোয়াড়রা টাকা কামাচ্ছে।’

---পাকিস্তান দলের সমালোচনায় রশিদ লতিফ

ভিডিও অনুযায়ী, উপস্থাপক বলেছেন, ঘটনাটি পাকিস্তান দলের জন্য দুঃখজনক। সেই সময় একজন ভক্ত উল্লেখ করেছেন, দেখা করার জন্য শুভেচ্ছামূল্য আরও বেশি রাখা উচিত ছিল। লতিফ আরও জানিয়েছেন, দাতব্য নৈশভোজের ব্যাপারে অনেক শুনেছেন তবে টাকা দিয়ে যে এমন ‘ব্যক্তিগত নৈশভোজ’ আয়োজন করা যায় সেটি তার ধারণার বাইরে ছিল।

রশিদ লতিফ বলেন, ‘মানুষ আমাকে বলে, যারাই পাকিস্তানের ক্রিকেটারদের ডাকে, তারা (ক্রিকেটাররা) জিজ্ঞেস করে, ‘আপনি আমাকে কত টাকা দেবেন?’ এটি একটি সাধারণ চিত্র হয়ে গেছে। আমাদের সময় এমন ছিল না। আমাদের ২-৩টি নৈশভোজ থাকত কিন্তু সেগুলো ছিল আনুষ্ঠানিক... খেলোয়াড়দের সতর্ক হতে হবে।...আপনি ২-৩টি নৈশভোজে যান, কিন্তু সেটি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে না। আপনি দাতব্য নৈশভোজে যেতে পারেন বা তহবিল সংগ্রহের জন্য যেতে পারেন। কিন্তু এটা তহবিল সংগ্রহও ছিল না, দাতব্য নৈশভোজও ছিল না। পাকিস্তান ও পাকিস্তানা ক্রিকেটের নামে এটা ব্যক্তিগত অনুষ্ঠান। এমন ভুল আর করবেন না।’