আবার ঢাকায় আসছেন অর্জুন রামপাল

বিনোদন প্রতিবেদক
০৪ জুন ২০২৪, ১৭:৪২
শেয়ার :
আবার ঢাকায় আসছেন অর্জুন রামপাল

বলিউড তারকা অর্জুন রামপাল। বাংলাদেশেও এই নায়কের রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। ২০১০ সালে অন্তর শোবিজের আয়োজনে প্রথম ঢাকায় পা রাখেন এই অভিনেতা। সেসময় তার সফরসঙ্গী ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি।

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকায় আসছেন অর্জুন রামপাল। আগামী ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে দেখা যাবে তাকে। এক ভিডিওবার্তায় এমনটা জানিয়েছেন অভিনেতা নিজে।

ভিডিওবার্তায় অর্জুন রামপাল বলেন, ‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করি, আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।’

জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন বলিউডের এই তারকা। শো স্টপার হিসেবে থাকবেন তিনি।