ঢাকার আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৪
শেয়ার :
ঢাকার আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার ঢাকার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-

বাণিজ্যমন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোক্তা অধিকার নিয়ে সচেতনতা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ডিসিসিআই’র কর্মসূচি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘স্মার্ট এসএমইদের জন্য তথ্যপ্রযুক্তি’ শীর্ষক সেমিনার বেলা ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ডেঙ্গু বিষয়ক কর্মসূচি

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি এবং উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) ৩০১ নম্বর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ডেসকোর কর্মসূচি

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বিদ্যুৎচালিত যানবাহনের জন্য চার্জিং পয়েন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর ৫ নং মাটিকাটা রোডে সুমাত্রা ফিলিং স্টেশনে প্রথম চার্জিং পয়েন্ট চালু করছে। বিকেল ৩টায় এ চার্জিং পয়েন্ট উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। এ ছাড়া উপস্থিত থাকবেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন এবং ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলীসহ বিদ্যুৎ বিভাগ ও ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনএমের কর্মসূচি

দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনএমের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হবে বিকেল ৩টায়।