ফারুকীর তোপে উগান্ডাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান
ফজল হক ফারুকীর বিধ্বংসী বোলিংয়ে উগান্ডাকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এ জয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শুরুটা দারুণ করল দলটি।
আজ মঙ্গলবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা আফগানরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে ১৬ ওভার খেলে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফজল হক ফারুকীর তোপে পড়ে উগান্ডা। দলের কোনো ব্যাটারই ২০ রান করতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান করেন রবিনসন ওবুয়া। ফারুকী ৪ ওভারে মাত্র ৯ রানে ৫টি উইকেট পান। এছাড়া নাভীন-উল-হক ও রশিদ খান ২টি করে উইকেট দখল করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৪.৩ ওভারে ১৫৪ রান তোলেন। তবে ২ ওভারের ব্যবধানে দুই ওপেনারই ফেরেন। গুরবাজ ৪৫ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৭৬ রান করেন। আর জাদরান ৪৬ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৭০ রানে আউট হন। এই দুই ব্যাটার আউট হওয়ার পর অবশ্য রান রেট সেভাবে এগোয়নি।
উগান্ডার বোলারদের মধ্যে ২টি করে উইকেট লাভ করেন কোসমাস কেউতা ও ব্রায়ান মাসাবা।