বেসরকারি ঋণের প্রবৃদ্ধি ফের নিম্নমুখী
এপ্রিল শেষে বার্ষিক প্রবৃদ্ধি ৯.৯০ শতাংশ
দ্বাদশ জাতীয় নির্বাচনের পর দুই মাস বেসরকারি ঋণের প্রবৃদ্ধি সামান্য বাড়লেও আবার হোঁচট খেয়েছে। সর্বশেষ এপ্রিলে এ খাতে বার্ষিক প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ, যা মার্চে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। চলমান ডলার ও তারল্য সংকটের মধ্যে সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়ায় তা বেশ ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। এতে বেসরকারি ঋণের প্রবৃদ্ধিতে ধীরগতি এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও গত বছরের জানুয়ারি থেকেই বেসরকারি খাতে টানা কমতে থাকে ঋণের প্রবৃদ্ধি।
জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি মুদ্রানীতি আরও সংকোচনমূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এর উদ্দেশ্যই হলো, সুদহার বৃদ্ধির মাধ্যমে বাজারে অর্থের সরবরাহ কমিয়ে আনা। এ লক্ষ্যে নীতি সুদহার কয়েক দফা বাড়ানো হয়। এতে গ্রাহকপর্যায়ে ঋণের সুদহার প্রতি মাসেই বাড়ছে, যা ইতোমধ্যে ১৫ শতাংশ ছাড়িয়েছে। আর সুদহার বৃদ্ধির কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তারা নতুন বিনিয়োগে কম আগ্রহী হচ্ছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে ব্যাংক খাতে ডলার ও নগদ টাকার সংকট চলছে। ফলে গ্রাহকপর্যায়ে চাহিদানুযায়ী ঋণ বিতরণ ও প্রয়োজনীয় এলসি খুলছে না অনেক ব্যাংক। এসব কারণে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী প্রবণতায় রয়েছে।
চলতি মুদ্রানীতিতে আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ১০ শতাংশ, যা আগের মুদ্রানীতিতে ছিল ১১ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল শেষে বেসরকারি খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ এক হাজার ৬৮১ কোটি টাকা, যা ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ছিল ১৪ লাখ ৫৭ হাজার ৩৯৯ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ বেড়েছে এক লাখ ৪৪ হাজার ২৮২ কোটি টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ। মার্চে এই প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, বেসরকারি খাতের ঋণের বড় অংশ ব্যয় হয় আমদানিতে। তবে ডলার সংকটের কারণে চাহিদামতো এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। সেই সঙ্গে খেলাপি ঋণ বৃদ্ধি, ডলারে কেনায় খরচ বৃদ্ধি এবং সরকারের ব্যাংক ঋণ বাণিজ্যিক ব্যাংকনির্ভর হওয়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট চলছে। অন্যদিকে সংকচোনমুখী মুদ্রানীতির কারণে ধারাবাহিকভাবে ঋণের সুদহার বৃদ্ধি পাওয়ায় ঋণের চাহিদা কম হচ্ছে।
বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমলেও উল্টো চিত্র সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ পর্যন্ত সরকারি খাতে নিট ঋণের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ২৯ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ১৯ দশমিক ৭৭ শতাংশ।