শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে উগান্ডার অভিষেক

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৪, ১৬:২৪
শেয়ার :
শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে উগান্ডার অভিষেক

২০১০ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আফগানিস্তান। এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপে খেলা আফগানরা এখন টি-টোয়েন্টিতে যে কোনো প্রতিপক্ষের জন্যই ভয়ঙ্কর। অন্যদিকে এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে উগান্ডা। সবদিকেই এগিয়ে রয়েছেন আফগানরা। আগামীকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের এই দুই দল।

গত অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে পুরো ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছে আফগানিস্তান। ওয়ানডে ফরম্যাটের ওই আসরে দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তানকে হারায় তারা। আর টি-টোয়েন্টিতে তো তারা সবসময়ই ধারাবাহিক। এখন পর্যন্ত ১৩০ ম্যাচ খেলে ৭৯টিতেই জয় পেয়েছে তারা। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর জন্য তারা সবসময়ই আতঙ্ক। আফগানিস্তানের শক্তির জায়গা বোলিং।

অধিনায়ক রশিদ খান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার। সঙ্গে ব্যাট হাতে ডেথ ওভারে খেলতে পারেন কার্যকরী ক্যামিও। এছাড়া মুজিব উর রহমান, নুর আহমেদরাও নিজেদের দিনে পার্থক্য গড়ে দিতে পারেন। পেস আক্রমণে ফজলহক ফারুকি, নাভিন উল হকরা এখন দুনিয়ার সব ফ্র্যাঞ্চাইজি লীগেই নিয়মিত মুখ। আর ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে উজ্জ্বল রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। মিডল অর্ডারে আছেন মোহাম্মদ ইশরাক ও আজমতউল্লা ওমারজাই। ব্যাটিং আর পেস বোলিং মিলিয়ে ওমারজাই টি-টোয়েন্টির জন্য দারুণ এক প্যাকেজ। এছাড়া লোয়ার মিডল অর্ডারে অভিজ্ঞ মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাতরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলায় দারুণ দক্ষ।

অন্যদিকে প্রথমবার খেলতে আসা উগান্ডার জন্য ভরসার নাম সুবুগা। ১৯৯৭ আইসিসি ট্রফিতে মাত্র ১৭ বছর বয়সে আইসিসি ইভেন্টে প্রথমবার উগান্ডার প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর আর আইসিসির ইভেন্টে খেলার সুযোগ পাননি। অবশেষে ২৭ বছর পর ফের আন্তর্জাতিক ইভেন্টে ফিরলেন সুবুগা। আগামী আগস্টে ৪৪-এ পা ফেলতে যাওয়া সুবুগার নামের পাশে রয়েছে ৫৪ ম্যাচে ৫৫ উইকেট এবং ১৫৮ রান। আছেন ভারতীয় বংশোদ্ভূত রনক প্যাটেল এবং পাকিস্তানি বংশোদ্ভূত বিলাল হাসান। স্পিন ভাগের চালিকাশক্তি আলপেশ রামজানি এবং হেনরি সেনিওন্ডো। স্পিন বোলিং অলরাউন্ডার আলপেশ রামজানি এবং বাঁহাতি স্পিনার হেনরি সেনিওন্ডো এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার।