রাসেলের মাইলফলক, উইন্ডিজের সামনে সহজ লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ২২:০৮
শেয়ার :
রাসেলের মাইলফলক, উইন্ডিজের সামনে সহজ লক্ষ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়ছে যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ক্যারিবিয়ানরা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নিউগিনি। ইনিংসে ২ উইকেট নেওয়া আন্দ্রে রাসেল টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন। 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরুতেই ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়ে নিউগিনির ব্যাটাররা। ৭ রানের মধ্যে তুলে নেয় ২ উইকেট। চারে নামা সিসি বাউকে নিয়ে দলটির অধিনায়ক আসাদ ভালা প্রতিরোধের ইঙ্গিত দিয়েও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৩৪ রানে অধিনায়কের বিদায়ের পর ৫০ রানের মাথায় ফেরেন পাঁচে নামা হিরি হিরিও। 

পঞ্চম উইকেটে চার্লস আমিনিকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েন বাউ। ৪৪ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন এই দুজন। ৯৪ রানে আন্দ্রে রাসেলের বলে আমিনি ফিরলে ভাঙে এই জুটি। দলীয় এক শ পূর্ণ হওয়ার আগে ফেরেন বাউও। তবে এরই মধ্যে নিজের অর্ধশতক তুলে নেন তিনি। ৪৩ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি। 

এক শ রানের আগে ৬ উইকেট হারালেও শেষদিকে পাপুয়া নিউগিনিকে ভালো রান এনে দেন উইকেটকিপার ব্যাটার কিপলিন দরিগা। ১৮ বলে শেষ পর্যন্ত ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তাতে ১৩৬ রানের পুঁজি পায় পাপুয়া নিউগিনি। রাসেল ছাড়াও উইন্ডিজের হয়ে দুইটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। একটি করে উইকেট আকিল হোসেন, রোমারিও শেফার্ড ও গুদাকেশ মতির।

এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ওয়েস্ট ইন্ডিজ। দলে ম্যাচ জেতানো খেলোয়াড়ের ছড়াছড়ি। বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে শক্তির জানান দিয়েছে তারা। এছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সেই ধারণা আরও পোক্ত করে দুইবারের চ্যাম্পিয়নরা। 

অন্যদিকে, অঘটন ঘটাতে পারে পাপুয়া নিউগিনিও। আসাদ ভালার নেতৃত্বে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে দলটি।