বিশ্বকাপ জিতলে রাজকীয় আপ্যায়নে বাবরদের হজ করাবে সৌদি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ২০:৩৮
শেয়ার :
বিশ্বকাপ জিতলে রাজকীয় আপ্যায়নে বাবরদের হজ করাবে সৌদি

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শিরোপা জয়ের লড়াইয়ে এবার খেলছে ২০ দল। যার মধ্যে অন্যতম ফেবারিট পাকিস্তান। দলটি বিশ্বকাপ জিতলে দারুণ একটি ব্যাপার ঘটবে বাবর আজমদের সঙ্গে। বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করতে পারলে পাকিস্তান দলকে রাজকীয় অতিথি হিসেবে পরের মৌসুমে হজ করানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। 

পাকিস্তানের নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আহমেদ আল মালিকি এই ঘোষণা দেন। আজ রবিবার দেওয়া বিশেষ এই ভিডিও বার্তায় পাকিস্তান দলের প্রতি শুভকামনাও জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রীয় এই কর্মকর্তা।

বার্তায় বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের প্রতি আমার বার্তা হচ্ছে, আল্লাহ চাইলে আপনারা টুর্নামেন্টে শিরোপা জিতবেন। পাকিস্তানের জনগণ বিশ্বকাপে দলের সাফল্য উদযাপন করবে।’

এরপর পাকিস্তানের সাফল্য ও উন্নতির জন্য নিজের দোয়া প্রার্থনার কথা উল্লেখ করেন নাওয়াফ। ঘোষণা দেন, পাকিস্তান বিশ্বকাপ জিতলে পরবর্তী বছরের হজে দলের সদস্যদের রাজকীয় অতিথি হিসেবে আপ্যায়ন করা হবে। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির। 

বিশ্বকাপে পাকিস্তান তাদের অভিযান শুরু করবে আগামী ৫ জুন, আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০০৯ সালে শ্রীলংকাকে হারিয়ে এই সংস্করণের বিশ্বকাপে একমাত্র শিরোপা জেতে পাকিস্তান। সর্বশেষ ২০২২ সালের বিশ্বকাপেও শিরোপার খুব কাছাকছি চলে গিয়েছিল দলটি। তবে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হয়।