বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে স্বাগতিক উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ২০:১৩
শেয়ার :
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে স্বাগতিক উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হচ্ছে আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল। 

এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ওয়েস্ট ইন্ডিজ। দলে ম্যাচ জেতানো খেলোয়াড়ের ছড়াছড়ি। বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে শক্তির জানান দিয়েছে তারা। এছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সেই ধারণা আরও পোক্ত করে দুইবারের চ্যাম্পিয়নরা। 

অন্যদিকে, অঘটন ঘটাতে পারে পাপুয়া নিউগিনিও। আসাদ ভালার নেতৃত্বে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে দলটি। 

দুই দলের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ: জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, শেরফেন রাদারফোর্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুদাকেশ মতি। 

পাপুয়া নিউগিনি: টনি উরা, সেসে বাউ, আসাদ ভালা (অধিনায়ক), লেগা সিয়াকা, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিন ডোরিগা (উইকেটকিপার), আলেই নাও, চাদ সোপার, কাবুয়া মোরিয়া ও জন করিকো।