কানাডার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ০৬:২৩
শেয়ার :
কানাডার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠল। যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ম্যাচে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

আজ রবিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে খেলবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

কানাডা একাদশ: অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, পারগট সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মভভা (উইকেটরক্ষক), দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), নিখিল দত্ত, ডিলন হেলিগার, কলিম সানা, জেরেমি গর্ডন।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শালকউইক, জসদীপ সিং, আলী খান, সৌরভ নেত্রভালকর।