মাঠেই কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তানি ক্রিকেটার, নেতার পরিচয় দিলেন বাবর
পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার ও অধিনায়ক মঈন খানের ছেলে আজম খান। পাকিস্তান দলে তার অন্তর্ভুক্তির সময়ই ‘নেপোটিজমের’ অভিযোগ করেছিলেন কেউ কেউ। সাম্প্রতিক সময়ে আজমের বাজে পারফরম্যান্সের কারণে সেই আওয়াজ আরও বেড়েছে।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ২ ম্যাচে ব্যাট করে মাত্র ১১ রান করেছেন আজম। এছাড়া উইকেটকিপিংয়ে দাঁড়িয়ে কয়েকটি সহজ ক্যাচও ছেড়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর আজমের বিশ্বকাপ দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। শারীরিকভাবে একটু বেশি ওজন আজমের। এই বিষয়টি নিয়েও খোঁচা দিয়েছেন শহীদ আফ্রিদির মতো সাবেক ক্রিকেটাররা।
সমালোচনায় বিদ্ধ আজম ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫ বলে শূন্য রান করেই আউট হয়েছেন। বল হাতেও ছেড়েছেন সহজ ক্যাচ। ম্যাচের পানি পানের বিরতির সময় হতাশায় কান্না করে দেন ২৫ বছরের আজম। তখনই তার কাছে দৌঁড়ে ছুটে যান অধিনায়ক বাবর। গিয়ে সান্ত্বনা দেন এই উইকেটকিপার ব্যাটারকে। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
---হতাশ আজম খান। ছবি: সংগৃহীত
খেলোয়াড়দের সমালোচকদের একহাত নিয়েছেন বাবর, ‘আমরা যখন কোনো খেলোয়াড়কে দলে নেই না, তখন আপনারা জিজ্ঞেস করেন কেন তাকে নেওয়া হলো না। পরে আবার যখন বাছাই করি, তখন বলেন কেন তাকে নেওয়া হলো। যাদের দলে নেওয়া হয়েছে তাদের সমর্থন করা উচিত।’
বাবর অবশ্য নিজেও সমালোচনার বাইরে নন। স্ট্রাইকরেট ইস্যুতে তোপের মুখে আছেন তিনি ও আরেক টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। এই গ্রুপে তাদের অন্যান্য প্রতিপক্ষ হচ্ছে- ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৯ জুন লড়বে তারা।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ।