এবার সব ধরনের ক্রিকেট থেকে কার্তিকের অবসর
প্লে-অফ থেকে নিজের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায় নিশ্চিত হওয়ার পরদিনই আইপিএল থেকে অবসরের কথা জানিয়েছিলেন দিনেশ কার্তিক। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এই উইকেটকিপার ব্যাটার। তাই, বেঙ্গালুরু ও রাজস্থানের এলিমিনেটর ম্যাচটিই হয়ে রইল কার্তিকের পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন হার্দিক। সেখানে ক্যাপশনে লেখেন, ‘এটা আনুষ্ঠানিক। ধন্যবাদ, কার্তিক।’
বিদায়ী বার্তায় কার্তিক লেখেন, ‘গত কয়েকদিনের ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত। এত ভালোবাসা যারা দিয়েছেন তাদের ধন্যবাদ। বেশ কয়েকদিন ধরে অনেক চিন্তা-ভাবনা করে মনে হয়েছে, এবার ক্রিকেটকে বিদায় জানানোর সময় হয়েছে। আমি অবসর ঘোষণা করছি। খেলার দিন পেছনে ফেলে এবার নতুন চ্যালেঞ্জের পথে এগিয়ে যাব।’
কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে কার্তিক বলেন, ‘আমি আমার সব কোচ, অধিনায়ক, নির্বাচক ও সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এতদূর আসতে পেরেছি। ভারতে লক্ষ লক্ষ ক্রিকেটারদের মধ্যে যে কয়েকজন দেশের প্রতিনিধিত্ব করেছেন আমি তাদের মধ্যে একজন। এত দর্শকের ভালবাসা পেয়েছি। সেই জন্য নিজেকে ভাগ্যবান মনে করি।’
নিজের ক্রিকেট জীবনে অবদান রাখার জন্য পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন কার্তিক, ‘আমার মা-বাবা আমার শক্তি। তাদের দোয়া ছাড়া কিছুই করতে পারতাম না। দীপিকার (স্ত্রী) প্রতিও আমি কৃতজ্ঞ। আমার জন্য অনেক সময় ও নিজের ক্যারিয়ারকে পেছনে ফেলেছে।’
ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি এক দিনের ম্যাচ ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন উইকেটকিপার ব্যাটার কার্তিক। এর মধ্যে টেস্টে ১০২৬, এক দিনের ম্যাচে ১৭৫২ ও টি-টোয়েন্টিতে ৬৭২ রান করেছেন তিনি।