২ পেসারকে ছাড়া ভারতের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৪, ২০:১২
শেয়ার :
২ পেসারকে ছাড়া ভারতের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে আগামীকাল ভোরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। নিউইয়র্কের এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

আগে ব্যাটি করার পেছনে কোনো কারণ উল্লেখ করেননি রোহিত। তবে এই কন্ডিশন তাদের জন্য চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেছেন ভারত অধিনায়ক। দেশটির হয়ে এই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। তবে স্কোয়াডের বাকি সদস্যরা থাকছেন। অন্যদিকে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক, খেলছেন না), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান (খেলছেন না), শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি (খেলছেন না), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মো. সিরাজ।