রিয়ালকে কীভাবে হারাতে হবে, উপায় বললেন ডর্টমুন্ড কিংবদন্তি
ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। লন্ডনের ওয়েম্বলির এই ফাইনালে পরিস্কার ফেবারিট রিয়াল। তবে শক্তিশালী রিয়ালকে হারানোর উপায় জানা আছে ডর্টমুন্ড কিংবদন্তি রোমান ওয়াইডেনফেলারের।
সেমিফাইনালে শক্তিশালী পিএসজির ওপর প্রভাব বিস্তার করে খেলেই ফাইনাল নিশ্চিত করে ডর্টমুন্ড। ফাইনালের আগেও সেই ম্যাচের প্রসঙ্গ টেনে আনলেন ডর্টমুন্ডের হয়ে দীর্ঘ ১৬ বছর খেলা ওয়াইডেনফেলার, ‘ভাগ্য অনেক বড় একটা ব্যাপার। শক্ত দলীয় প্রচেষ্টা লাগবে। তাদের (রিয়াল মাদ্রিদকে) স্পেস দেয়া যাব না, যেমনটা সেমিফাইনালে পিএসজির বিপক্ষে করা হয়েছিল।’
লস ব্লাঙ্কোসদের বিপক্ষে বুরুশিয়া ডর্টমুন্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদেরকে কেউই ফেবারিট হিসেবে দেখছেন না। আন্ডারডগ হিসেবে খেলা সুবিধাজনক একটি বিষয় বলে মনে করেন ওয়াইডেনফেলারও, ‘বরুশিয়া পুরোপুরি ফ্রি হয়ে খেলতে পারবে। মাদ্রিদ শিরোপা জেতার ক্ষেত্রে মেশিনের মতো, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। ডর্টমুন্ড ফেবারিট না। সে কারণেই তাদের বড় সুযোগ।’
---রোমান ওয়াইডেনফেলার। ছবি: সংগৃহীত
ডর্টমুন্ডের হয়ে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে চার শ’র বেশি ম্যাচ খেলেছেন ওয়াইডেনফেলার। ২০০২ সালে ডর্টমুন্ডের হয়ে অভিষিক্ত এই গোলকিপার অবসরে গেছেন ২০১৮ সালে। দীর্ঘ এই ক্যারিয়ারে দুইবার জার্মান লিগ বুন্দেসলিগা, দুইবার ডিএফবি পোকাল জিতেছেন ওয়াইডেনফেলার।