বরখাস্তের চার মাসের মাথায় নতুন চাকরি পাচ্ছেন মরিনহো!
চলতি বছরের জানুয়ারিতে ইতালিয়ান ক্লাব রোমার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল হোসে মরিনহোকে। তবে বরখাস্ত হওয়ার চার মাসের মাথায়ই নাকি নতুন চাকরি পেতে যাচ্ছেন এই পর্তুগিজ কোচ। ইউরোপীয় গণমাধ্যমের খবর, তুর্কি ক্লাব ফেনারবেসের দায়িত্ব নিতে নাকি সম্মতিতে পৌঁছেছেন মরিনহো।
খবর অনুযায়ী, ফেনারবেসের সঙ্গে দুই বছরের চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন মরিনহো। তুর্কি লিগে সদ্য সমাপ্ত মৌসুমে দ্বিতীয় হয়েছে এই ক্লাবটি। আগামী মৌসুমে দলকে শীর্ষে ওঠানোর চ্যালেঞ্জ তাই ৬১ বছরের মরিনহোর কাঁধে।
গত জানুয়ারিতে ব্যর্থতার জের ধরে মরিনহোকে বরখাস্ত করে রোমা। যদিও এই রোমাকে অনেক কিছুই দিয়েছেন মরিনহো। ইউরোপিয়ান ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয় রোমা, ২০২১-২২ মৌসুমে। পরের মৌসুমে তার হাত ধরেই দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগের ফাইনালে ওঠে তারা। তবে শিরোপা লড়াইয়ে হেরে যায় সেভিয়ার বিপক্ষে।
‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনহো এর আগে দুই দফায় চেলসিতে কোচিং করিয়েছেন। এছাড়া ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের দায়িত্বেও পালন করেছেন তিনি। রোমার আগে টটেনহ্যাম হটস্পার এবং এর আগে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে ছিলেন তিনি। দুই জায়গা থেকেই ছাঁটাই হতে হয় তাকে।